জলপাইগুড়ি জেলার মালবাজারে দূর্গা প্রতিমার ভাসান চলছিল মাল নদীতে। আচমকাই চলে আসে হড়পা বান। জলের প্রচন্ড স্রোত ভাসিয়ে নিয়ে যায় ভাসানে নদীতে নামা অনেককে। বুধবার রাতের ঘটনা। খবর লেখা পর্যন্ত মৃতের সংখ্যা আট, নিখোঁজ অনেক। উদ্ধারকাজ চলছে। পাহাড়ী নদীতে হড়পা বান আসে তা সত্বেও প্রশাসন সতর্কতা গ্রহন না করায় ক্ষুব্ধ অনেকে। এই মর্মান্তিক ঘটনার জন্য জেলায় জেলায় বিসর্জনের কার্নিভাল বন্ধের ও দাবি উঠেছে। মালবাজার সহ সমগ্র উত্তরবঙ্গে শোকের ছায়া।
Jalpaiguri: মালবাজারে ভাসানে গিয়ে মাল নদীর হড়পা বানে মৃত আট নিখোঁজ অনেক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper