কোচবিহার ( TMC ) জেলা তৃণমুল যুব কংগ্রেস ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এক কর্মীসভা।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ছাত্র ও যুব কর্মীদের দলীয় বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানা গেছে উনত্রিশে মার্চ কলকাতার ( TMC ) ধর্মতলায় তৃণমূলের ছাত্র যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা। ধর্মতলার এই সভা থেকে দলের ছাত্র ও যুব কর্মীদের রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে দলীয় বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলার সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
এই সভাকে সফল করার লক্ষ্যেই এদিন এই সভার আয়োজন বলে জানান কোচবিহার জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিনের প্রস্তুতি সভায় জেলার প্রতিটি এলাকার ছাত্র ও যুব কর্মী সমর্থকদের নিয়ে দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper