উত্তরবঙ্গের প্রতিটি জেলার বরিষ্ঠ নেতৃত্ব একযোগে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজন করেন এক সাংবাদিক সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবী জানান বিজেপির কতিপয় নেতা বাংলা ভাগ করে যে পৃথক রাজ্যের দাবী জানাচ্ছেন সে বিষয়ে বিজেপি নেতৃত্ব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের
অবস্থান স্পষ্ট করে জানাক। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রতিটি জেলার তৃণমূল সভাপতিগন। তারা বলেন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ও বিধায়কদের মধ্যে অনেকেই উত্তরবঙ্গকে ভাগ করে পৃথক রাজ্য গঠনের দাবীর পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খান পৃথক জঙ্গলমহল রাজ্য গঠনের দাবিতে মাঝে মাঝেই সরব হয়ে ওঠেন। অপরদিকে যখন ত্রিপুরায় পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবী জানানো হয় তখন বিজেপি শাসিত অসম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী গন সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেন পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবী মেনে নিলে বিচ্ছিন্নতাবাদীদের সামনে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হবে। একারনেই উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব জানতে চায় বিজেপি কেন এই দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতা করে বিজেপি উত্তরবঙ্গের একটি বিশেষ সম্প্রদায়কে উসকে দিয়ে বাংলাকে অশান্ত করতে চাইছে। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন ডেকে পৃথক রাজ্য গঠন বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানাক বাংলার জনগনকে এই দাবি জানাচ্ছে তৃনমুল নেতৃত্ব।
Tmc Siliguri : বাংলাকে ভাগ করে পৃথক রাজ্য গঠন সম্পর্কে বিজেপির অবস্থান স্পষ্ট করতে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিলো তৃণমূল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper