মঙ্গলের সাত সকালেই (train accident) অঘটন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও বেতগাড়া স্টেশনের মাঝে দূর্ঘটনার কবলে একটি মালবাহী ট্রেন। (train accident) জানা গেছে এদিন সকাল ছটা ছাব্বিশ মিনিট নাগাদ মালগাড়ীর পাঁচটি বগি লাইনচ্যূত হয়। স্থানীয় বাসিন্দারা জানান তারা প্রচন্ড শব্দ শুনতে পেয়ে লাইনের পাশে ছুটে এসে দেখেন মালগাড়ীর পাঁচটি বগি লাইনচ্যূত হয়েছে। খবর যায় রেলের আধিকারিকদের কাছে। তারা এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের ডি আর এম জানান ময়নাগুড়ি ও বেতগাড়া স্টেশনের মাঝে অসম থেকে নিউ জলপাইগুড়ি গামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যূত হয়েছে। এর ফলে উত্তর পূর্ব ভারতের সাথে রেল যোগাযোগ ব্যহত হয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত লাইন থেকে দুর্ঘটনা গ্রস্ত বগি গুলি সরিয়ে রেল যোগাযোগ স্বভাবিক করার। দূর্ঘটনার কারন খতিয়ে দেখছেন রেল দপ্তরের আধিকারিকগন।
train accident Jalpaiguri: মঙ্গলের সাত সকালেই অমঙ্গল, লাইনচ্যূত মালবাহী ট্রেনের পাঁচটি বগি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি