বুধবার সকালে তারকেশ্বর-হাওড়া লোকালের (train)প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি । অফিস টাইমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল যাত্রী সমেত ট্রেন।এদিন হাওড়া-তারকেশ্বর শাখার নালিকুল ও কামারকুণ্ডু স্টেশনের মাঝামাঝি জায়গায় ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালের প্যানটোগ্রাফ ভেঙে যায়। স্বাভাবিক ভাবেই ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকে তারকেশ্বর-হাওড়াগামী ট্রেন। রেল কর্মীদের তৎপরতার সকাল ৮টা ২৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
tarakeswar howrah train: তারকেশ্বর-হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper