শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

North 24 Parganas: তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া ,বোর্ড গঠন করলো বিজেপি

রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বসিরহাটের ৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮৯টি তৃণমূল কংগ্রেস দখল করলেও একটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।(North 24 Parganas) ১৪টি আসনের মধ্য ৯টিতে জিতে বোর্ড গঠন করলো বিজেপি। প্রশ্ন উঠছে ২০২২ সালের ৩০শে নভেম্বর হাসনাবাদ পঞ্চায়েতের চক খাঁপুকুর, দাসপাড়া ও ট‍্যারামারী সহ একাধিক গ্রামে মুখ্যমন্ত্রী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন।North 24 Parganas: তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া ,বোর্ড গঠন করলো বিজেপি

তাদের অভাব অভিযোগ শুনেছিলেন। (North 24 Parganas) এমনকি চক খাঁ পুকুর গ্রামে কচু ও ট‍্যাংরা মাছ খেয়ে প্রশংসা করেছিলেন গ্রামবাসীদের। সেই কথামতো উন্নয়নও নির্দেশও দিয়েছিলেন। তারপর কি করে সেই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি দখল করলো? এই নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ এক নম্বর ব্লকের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে এলাকায় আতঙ্ক, সন্ত্রাস ও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি ভোটের দিন এলাকার এক আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর ও ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ উঠেছিল। এমনকি বসিরহাট মহকুমা আদালতে আমিরুল ইসলাম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।

যার জন্য তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় থাকা সত্ত্বেও ২০২৩ এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিয়েছে গ্রামের মানুষ। প্রায় ১০ মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রামে এসে আশ্বাস দিয়ে গিয়েছিলেন উন্নয়নের। আর সেই হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতই বিজেপি দখল করলো। এই বিষয়ে হাসনাবাদ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম সাংবাদিকদের সামনে কোন মন্তব্য করতে চাননি। এই ব্যাপারে বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত বলেন, যার নামে অভিযোগ উড়ছে সে আমাদের দলের একনিষ্ঠ ভাবে কাজ করেন তার সামনে ভালো সময় আসছে তাই বিরোধীরা হিংসা করে তার নামে বদনাম রটাচ্ছে। তিনি আরো বলেন আমাদের দলের কোন একটি সমস্যা হয়েছে আমরা খতিয়ে দেখছি কেন ওই পঞ্চায়েত আমাদের হাতছাড়া হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।