বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

DEV: উলুবেড়িয়ায় দেবের রোড-শো কার্যত জনপ্লাবনে পরিণত হল

রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া

DEV: উলুবেড়িয়ায় দেবের রোড-শো কার্যত জনপ্লাবনে পরিণত হল আসন্ন লোকসভা নির্বাচন (DEV) উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট চিত্রাভিনেতা দীপক অধিকারী ওরফে দেব রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে উলুবেড়িয়া (DEV) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে এক বিশাল রোড শোয়ে অংশগ্রহণ করেন। উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে এই রোড শো শুরু হয়ে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত যায়। দেব, পুলক রায় ও তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ছাড়াও এদিনের রোড শোয়ে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

তাঁদের রোড শোকে কেন্দ্র করে রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ ভিড় জমান। এদিন এই রোড শোকে কেন্দ্র করে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। তাঁরা তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে পুষ্প বৃষ্টি করতে থাকেন। এক সময় পুলক রায়দের গাড়ির বনেট ফুলের স্তুপে ঢেকে যায়। এলাকার মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত হন চিত্রাভিনেতা দেব। তিনি জানান, উলুবেড়িয়ার মানুষ যে এতোটা আন্তরিক সেটা তাঁর আগে জানা ছিল না। তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদই যে শেষ হাসি হাসবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।