Breaking News

Urfi Javed: সেফটিপিন দিয়ে সারা শরীর মুড়ে এবার উদ্দাম নাচ উরফি জাভেদের ,মুহুর্তে ভাইরাল ছবি

উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত।বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন চর্চায় থাকে সবসময়ই । জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়ে জনগণের যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে নেটিজেনদের চর্চায় থাকার জন্য উরফি সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেন । উরফির খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন তারা অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতে ফ্যান-ফলোয়ারের সংখ্যাও তার আকাশছোঁয়া। শরীরী উষ্ণতায় ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার উরফি জাভেদের। সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় মুখ সর্বদাই নেটিজেনজের নজরে থাকেন। এবার সারা গায়ে সেফটিপিন জড়িয় ভাইরাল হয়েছেন উরফি জাভেদ।তবে এবার যা করলেন উরফি, তা দেখে নিন্দায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও এই প্রথমবার নয়, এর আগে ক্যামেরার সামনে অর্ধনগ্ন অবস্থায় ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন উরফি জাভেদ । নেটিজেনরা মনে করেন পাবলিসিটির জন্যই এসব করেন উরফি জাভেদ। আসলে শরীর দেখানোর জন্য ঠিক যতটা নীচে নামা যায় ততটাই করতে রাজি উরফি জাভেদ । আর তার এই কর্মকান্ডের জন্য সর্বদাই নেটিজেনদের নজর কাড়ছেন তিনি I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।