পোশাকের জন্য প্রায়শই খবরে থাকেন উরফি জাভেদ। তিনি কাজের চেয়েও বেশি পরিচিতি পেয়েছেন তার অদ্ভুত পোশাকের জন্য। উল্টোপাল্টা পোশাক পরে প্রায়শই ভক্তদের চমক দেন এই মডেল। তবে, এই চমক শুধু যে সোশ্যাল মিডিয়ার জন্য তা ভেবে ভুল করবেন না। তিনি পাবলিক প্লেসেও এমন পোশাক পরে উপস্থিত হন। এবার শাড়ি পরে এয়ারপোর্ট হাজির হলেন উরফি। নিশ্চয়ই ভাবছেন, শাড়িতে সৌন্দর্য ফুটে উঠছে তাঁর। এমন ভুল করবেন না। শাড়ি পরেও নিজের হটনেস বজায় রেখেছেন উরফি। বরাবরের মতো বিতর্ক তৈরি করেছেন। অর্ধ নগ্ন হয়ে এবার পাবলিক প্লেসে পৌঁছে গিয়েছেন। নীল শাড়িতে দেখা গিয়েছে উরফিকে। নীল ফ্লোরাল প্রিন্টের শাড়ির সঙ্গে পরেছেন সাহসী ব্লাউজ। ব্লাউজ শব্দটা ঠিক খাটে না উরফির সাজের সঙ্গে। সেটা যেন দড়ির সমান। শুধু মাত্র স্তন ঢেকেছে সেই ব্লাউজ। পিঠ ও শরীরের বাকি অংশ উন্মুক্ত।খুবই সরু করে আঁচল পড়েছেন নায়িকা। এর ফলে পুরো শরীরই উন্মুক্ত রয়েছে। সঙ্গে চুলে করেছেন পনিটেল। একেবারে সাহসী সাজে পা রেখেছেন এয়ারপোর্টে। আর পা রাখতেই পাপারাৎজিদের ক্যামেরার লেন্স আটকেছে তাঁর দিকে। এখানেই শেষ নয়, হেসে হেসে পাপারৎজিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছেন উরফি।যথারীতি তার এই পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে চার্চা।