ফের উরফি ঝড়ে কাঁপছে সোশ্যাল মিডিয়া। তার বোল্ড লুকে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন উরফি জাভেদ। অর্ধনগ্ন শরীরে তার যৌবন যেন উপচে পড়ছে। উন্মুক্ত সারা শরীর দেখিয়েই সকলের রাতের ঘুম কেড়ে নিলেন উরফি জাভেদ। শরীরে পোশাকের লেশমাত্র নেই। বক্ষ-বিভাজিকা নয়, এবার আর একটু হলেই বেরিয়ে যেত স্তনবৃন্ত। উরফির এই অর্ধনগ্ন ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই হট অবতার দেখেই নগ্ন হওয়ার পরামর্শ দিলেন নেটিজেনরা। শুরু হয়েছে জোর বিতর্ক Iশরীরে জামাকাপড় যতটা কম রাখা যায় তেমনটাই যেন ভাল উরফির। নেটদুনিয়ায় সর্বদাই উদ্ভট ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। তাকে নিয়ে চর্চার শেষ নেই। উরফি যা কিছু করে সেটাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এমন একটা কোনও দিন নেই যেদিন উরফি তার পোশাকের জন্য শিরোনামে আসেন না।নেটিজেনরা কোনওমতেই বিশ্বাস করতে পারছেন না এমন অর্ধনগ্ন পোশাকে কেউ ঘুরতে পারে। নোংরা মন্তব্যের পাশাপাশি ছিক্কারে ভরে গিয়েছে নেটদুনিয়া।তবে তার অনুরাগীর দল কিন্তু খুশি I আর এখানেই উরফির জাদু I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper