উদ্ভট ফ্যাশনের কারণে ফের সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এলেন উরফি জাভেদ। সম্প্রতি সারা গায়ে কাঁচ লাগিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি জাভেদ। সাদা স্কার্টের সঙ্গে সাদা ব্রালেট, তার উপর কাঁচ লাগিয়ে পোশাক বানিয়েছেন উরফি। যার ওজন নাকি ২০ কেজি। এই অদ্ভুত পোশাক পরে ফের ট্রোলড হলেন উরফি জাভেদ।ভক্তদের নজর কাড়তে এবং লাইমলাইটে থাকতে তিনি সবকিছু করতে রাজি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, আমি ভাঙা কাঁচের টুকরে দিয়ে নতুন পোশাক বানিয়ে পরেছিলাম। আমার মনে হয় আমাকে দারুণ দেখাচ্ছিল। তবে অনকেই আমায় পাগল বলেছে। কিন্তু ভেবে দেখুন তো আমরা সকলেই পাগল। আর এগুলো মেনে নিতে পারি কারণ এটাই আমার শক্তি।উরফিকে এই কাঁচের পোশাক পরতে দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে নাকি। কেউ বলেছে ধরো না , কেটে যাবে। এই উদ্ভট ফ্যাশন সেন্স দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।