Breaking News

Urfi Javed: সেক্সি শরীরে যৌবন যেন উপচে পড়ছে, ফের ভাইরাল উরফি জাভেদ

নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। উদ্ভট ফ্যাশনের কারণে ফের সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এলেন উরফি জাভেদ। সম্প্রতি ব্রা পরে নেটদুনিয়ায় রিল ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদে। মেদহীন, ফ্ল্যাট অ্যাবসে যৌনতায় মাখামাখি উরফিকে নিয়ে চলছে জোর চর্চা।বক্ষ-বিভাজিকা নয়, এবার আর একটু হলেই বেরিয়ে যেত স্তনবৃন্ত I এটাই যেন উরফির ফ্যাশন স্টেটমেন্ট।
তবে এ নতুন কিছু নয়, হামেশাই শরীর দেখিয়ে শিরোনামে থাকেন উরফি। তবে ব্রা পরে ক্যামেরার সামনে আসতেই সমালোচনায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ লিখেছেন, উফফ কি হট, আবার কেউ লিখেছেন নগ্ন হয়ে যান,ওটাই বা বাকি রেখেছেন কেন। উন্মুক্ত সারা শরীর দেখিয়েই নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিলেন উরফি জাভেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।