কাটাছেড়া পোশাক,উন্মুক্ত শরীর ছাড়া প্রায় তাকে দেখা যায় না। আর পোশাকের কারণেই শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের নিয়মেই চলতে বেশি পছন্দ করেন তিনি। সাজ পোশাকে বরাবরই নিয়ম ভাঙতে পছন্দ করেন এই মডেল। যদিও এর জন্য জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে। তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা তার কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি, যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না, কারণ তিনি যে নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ Iলাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়, তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন। প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। এবারও খোলামেলা শরীরে শরীরী জাদুতে মুগ্ধ করলেন উরফি Iতার হট সেনসেশন লুকের ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । উরফির জাদুতে মুগ্ধ তার ভক্তদের দল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper