উরফি নামের সাথে বিতর্ক আর উদ্ভট কান্ড কারখানা এখন সমার্থক I বলিউডে উরফির জনপ্রিয়তা কিন্তু উর্ধমুখী। নানান সাজে ক্যামেরায় ধরা দেন উরফি। কখনও তাঁকে দেখা যায় ছবি দিয়ে নিজেকে ঢাকতে। কখনও তাঁকে দেখা যায় বিকিনি পরে ফুল পাড়তে । তাঁর এমন পোশাকের জন্য সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। তাতে অবশ্য উরফির কোনো পরোয়া নেই I আবারও এক অবাক কান্ড করতে দেখা গেল উরফিকে। একটা বেল্ট দিয়ে এবার নিজেকে ঢাকতে দেখা গেল তাঁকে। কালো ব্রা-এর সঙ্গে নীচে মানানসই প্যান্ট। হঠাৎই প্রকাশ্যে সেই ব্রা খুলে ফেলে দিলেন উরফি। তারপরেই নিজের স্তন ঢাকতে পরে নিলেন বেল্ট। এমন ভিডিও প্রকাশ্যে আসতে না আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি পোস্ট হওয়ার ৯ ঘন্টার মধ্যেই ভিডিওটিতে ৭২ হাজারেরও বেশি লাইক। কমেন্টে অনেকেই তাঁর পোশাকের তারিফ করেছেন। অনেকেই কমেন্ট করেছেন তাঁকে অসাধারণ দেখাচ্ছে বলেও। সব মিলিয়ে তিনি যে তাঁর এই পোশাকের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তা তাঁর পোস্টে মানুষের প্রতিক্রিয়া দেখালেই বেশ বোঝা যায়।আবার নিজের অদ্ভুত কাজকর্মে সবার নজর কেড়ে নিলেন তিনি I