বিগ বস ওটিটি থেকে বিখ্যাত হওয়া বিতর্কিত গার্ল উরফি যাদব মানেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার হাতছানি। ভিন্ন স্বাদের বোল্ড ফ্যাশন স্টেটমেন্টে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াতে উরফি ওস্তাদ। কখনও নিজের গোটা শরীরে পোস্টকার্ড সাইজের ছবি দিয়ে ঢাকেন তো কখনও আবার সারা শরীর জুড়ে থাকে কাঁচের টুকরো। শরীরে সেপটিপিন আটকেও যে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন ভাইরাল গার্ল হয়ে ওঠা যায় সেই প্রমাণও দিয়েছেন হট অ্যান্ড বোল্ড উরফি যাদব। সম্প্রতি ফুল দিয়ে আর নীল তার দিয়ে শরীর ঢেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন উরফি। এবার কী দিয়ে শরীর ঢেকেছেন জানেন? খবরের কাগজ দিয়ে। তাও আবার গোটা শরীর নয়। নিজের ইনস্টা প্রোফাইলে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন হট অ্যান্ড বোল্ড উরফি জাভেদ। শরীরের উর্ধাংশ সম্পূর্ণ উন্মুক্ত। এমনকী জিন্সের বোতাম পর্যন্ত খোলা! এভাবেই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন বিগ বস ওটিটি গার্ল উরফি।