কাটাছেড়া পোশাকে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। শরীরে পোশাক না রাখতে পারলেই যেন ভাল। আর এটাকেই যেন ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ধরে নিয়েছেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি। আর তারপরই সেই ছবি নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মডেলের বক্ষযুগল আকড়ে ধরেছে দুটো হাত। তবে কার হাতে উরফির এই মূল্যবান সম্পত্তি ঢাকা রয়েছে, তা দেখেই হতবাক হয়েছেন ভক্তরা Iকয়েকদিন আগে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছিল উরফিকে। তবে এক মুহূর্তের জন্য তাকে দেখে চোখ কপালে উঠেছিল ফ্যাশনবোদ্ধাদের। তবে এমন পোশাক পরেও যে রাস্তায় বেরানো যায়, তা উরফিকে না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না।কালো রঙের স্কার্ট ও তার সঙ্গে বিকিনি কাট টপ পরেছিলেন তিনি। আর টপের ডিজাইন দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। উরফির টপটি দেখে মনে হয়েছিল যে কেউ দুই হাত দিয়ে তার বক্ষযুগল চেপে ধরে রয়েছে। উরফির এই ব্যাকলেস টপের ডিজাইন দেখে যে কেউই চমকে যাবেন। পোশাকের সঙ্গে মানানসই উচু হিল পরেছিলেন এই মডেল। খোলা চুল সাথে হালকা মেকআপে রাস্তায় বেরোতেই জুটেছে নোংরা কটাক্ষ।তার এই পোশাকের ছবি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper