তাল কাটলো শুক্রবার সকালে হাওড়া স্টেশনের বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে “জয় শ্রীরাম” স্লোগান দেন উল্টো দিকে থাকা বিজেপি কর্মীরা। এই নিয়ে অনুষ্ঠান চলাকালীন শোরগোল পড়ে যায়। বিজেপি কর্মীদের থামানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জনগণকে শান্ত হতে আবেদন জানান বিজেপি সাংসদ সুভাষ সরকারও। যদিও বহু অনুরোধেও এদিন আর মঞ্চে উঠতে রাজি হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চের নিচের আসনেই গিয়ে বসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যপাল সি ভি বোস এরপর মঞ্চে গিয়ে বসেন। এদিন মুখ্যমন্ত্রী মঞ্চের নিচে থেকেই বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ নিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। এদিন সকালে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্বোধন হয় রাজ্যের প্রথম হাই প্রোফাইল বুলেটপ্রুফ ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেনের উদ্বোধন করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । কিন্তু তিনি হাওড়া স্টেশনে আসার পর উদ্বোধনের আগে ট্রেনের সামনে আসার পরই বিজেপি কর্মীদের তরফ থেকে “জয় শ্রী রাম” স্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই স্লোগানের জন্য কিছুটা ক্ষুব্ধ হন। তিনি এরপর আর মূল মঞ্চে ওঠেননি। মঞ্চের নিচে চেয়ারে বসেই অনুষ্ঠান দেখেন ও বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব। প্রসঙ্গত এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বছর দুয়েক আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত একটি অনুষ্ঠানে “জয় শ্রী রাম” স্লোগান তোলা হয়েছিল। সরকারি অনুষ্ঠানে এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা , কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক , বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় , বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা রাহুল সিনহা, যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ রাজ্যের আরো অনেক বিজেপির নেতৃত্ব ।
Vande Bharat Express: মাতৃ বিয়োগের কষ্ট বুকে চেপে রেখে বন্দে ভারত ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper