Breaking News

Vivek Agnihotri: কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেকের নিশানায় বলিউডের খানরা, বিতর্ক তুঙ্গে

কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে বলিউডের পতনের জন্য ‘রাজা, বাদশা, সুলতানদের’ দায়ী করেছেন। নাম না নিয়ে, তিনি শাহরুখ খান সম্পর্কে একটি সংবাদ পত্রে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘যতদিন বলিউডে রাজা, বাদশা, সুলতান থাকবে, ততক্ষণ এটি ডুবতে থাকবে।’ তিনি আরও বলেন মানুষের গল্প বলে এটিকে জনগণের শিল্প করুন, এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পকে নেতৃত্ব দেবে,’তিনি টুইটে যোগ করেছেন। প্রসঙ্গত পরিচালকের একটি মাত্র ছবিই ৩০০ কোটির ব্যবসা পেরোতে পেরেছে সেটাও আবার বিতর্কিত বিষয়বস্তু নিয়ে। বিবেকের ফিল্ম দ্য কাশ্মীর ফাইলস এই বছর বক্স অফিসে বলিউডের অন্যতম বাণিজ্য সফল ছবি I এটি কোভিড-১৯ মহামারীর পর থেকে ৩০০ কোটির সীমানা অতিক্রম করা প্রথম হিন্দি সিনেমা Iছবির অভিনেতাদের মধ্যে অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং দর্শন কুমার অভিনীত, দ্য কাশ্মীর ফাইলস ১৯৯০- এর দশকে কাশ্মীর থেকে কাশ্মীরি হিন্দুদের দেশত্যাগের উপর ভিত্তি করে তৈরি। যদিও ছবিটি ভারতে দুর্দান্ত ব্যবসা করেছে তবুও এই ছবির সমালোচনাও হয়েছে বিস্তর। নিন্দুকেরা বলেছেন অহেতুক ধর্মীয় জিগির তুলে হিন্দু মুসলিমে দাঙ্গা করার প্রয়াস করেছেন পরিচালক। এর আগে পরিচালকের তৈরি অন্যান্য ছবি যেমন হেটষ্টোরি , চকোলেট , জিদ বক্সঅফিস বা দর্শক কারোরই মন পায়নি।পরিচালক বর্তমানে তার পরবর্তী ছবি দি দিল্লি ফাইলস – এর কাজ করছেন। ছবির ঘোষণা করে, তিনি আগে বলেছিলেন, ‘আমি সেই সমস্ত লোককে ধন্যবাদ জানাই যারা #TheKashmirFiles-এর মালিক। গত ৪ বছর ধরে আমরা অত্যন্ত সততা এবং আন্তরিকতার সাথে খুব কঠোর পরিশ্রম করেছি। গণহত্যা এবং কাশ্মীরি হিন্দুদের প্রতি অবিচার সম্পর্কে মানুষকে সচেতন করা গুরুত্বপূর্ণ। আমার নতুন ছবিতে কাজ করার সময় এসেছে।’ একটি ফলো-আপ টুইটে তিনি যোগ করেছেন, ‘#TheDelhiFiles।’আবারো যে নতুন একটি বিতর্কিত সিনেমা আসতে চলেছে সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।