দোরগোড়ায় আসন্ন লোকসভা নির্বাচন। নিজ নিজ (SUCI) প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। ঠিক তেমনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীরাও এইমুহূর্তে চরম ব্যস্ততায়। ডোর টু ডোর ক্যাম্প্যানিং থেকে শুরু করে দেওয়াল লিখন বা জনসম্পর্ক সবই চলছে জোর কদমে।
ঠিক তার মাঝে শুক্রবার প্রচার সারলেন SUCI (C) দলের প্রার্থী ডা: শাহরিয়ার আলম। এদিন মূলত একটি মিছিলের মধ্যে দিয়ে প্রচার সারেন প্রার্থী। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে কলেজপাড়া, বিধান মার্কেট, হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ির বেশ কিছু পথ পরিক্রমা করে। জানা যায় রাজ্যের এবার ৪২ টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে SUCI (C) এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: শাহরিয়ার আলম জানান তারা এবার বিপুল ভোট জয়ী লাভ করবেন। কারণ, মানুষ আর দুর্নীতি চায় না। তাই মানুষ এবার সঠিক পথ তা বেঁচে নেবে এই বিশ্বাস তার।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper