শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

SUCI : ভোট প্রচারে SUCI (C) দলের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

দোরগোড়ায় আসন্ন লোকসভা নির্বাচন। নিজ নিজ (SUCI) প্রচারে ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। ঠিক তেমনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীরাও এইমুহূর্তে চরম ব্যস্ততায়। ডোর টু ডোর ক্যাম্প্যানিং থেকে শুরু করে দেওয়াল লিখন বা জনসম্পর্ক সবই চলছে জোর কদমে।SUCI : ভোট প্রচারে SUCI (C) দলের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী

ঠিক তার মাঝে শুক্রবার প্রচার সারলেন SUCI (C) দলের প্রার্থী ডা: শাহরিয়ার আলম। এদিন মূলত একটি মিছিলের মধ্যে দিয়ে প্রচার সারেন প্রার্থী। মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে কলেজপাড়া, বিধান মার্কেট, হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ির বেশ কিছু পথ পরিক্রমা করে। জানা যায় রাজ্যের এবার ৪২ টি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে SUCI (C) এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: শাহরিয়ার আলম জানান তারা এবার বিপুল ভোট জয়ী লাভ করবেন। কারণ, মানুষ আর দুর্নীতি চায় না। তাই মানুষ এবার সঠিক পথ তা বেঁচে নেবে এই বিশ্বাস তার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।