শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Ranbir-Alia Wedding : মেহেন্দি অনুষ্ঠান কেমন হল রণবীর-আলিয়ার ? কে কি সাজে সাজলেন জানেন কি?

সব জল্পনা শেষ, বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বুধবার নিজের মুখে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর। রালিয়ার প্রাক-বিয়ের আসর রীতিমতো জমিয়ে দিল করিনা, করিশ্মাদের উপস্থিতি।গ্র্যান্ড বিয়ের অনুষ্ঠানের আগে বুধবার ছিল রণবীর-আলিয়ার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। একমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।রণবীর-আলিয়ার বিয়ের যাবতীয় অনুষ্ঠান নিরাপত্তার ঘেরাটোপে সম্পন্ন হচ্ছে। অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু নিয়ম। ভিতরের ছবি কোনওভাবেই ফাঁস করা যাবে না এমন শর্তও নাকি দিয়েছেন তারকা জুটি। হাতেগোনা অতিথিদের উপস্থিতিতে রালিয়ার বিয়ের অনুষ্ঠান হলেও জাঁকজমকের কোনও কমতি থাকছে না। পঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করছেন দুজনে। তাই সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে থাকল পঞ্জাবি গানের আধিক্য। একাধিক হিট পঞ্জাবি গান বেজেছে অনুষ্ঠানে, এর মধ্যে ছিল আলিয়ার ‘রাজি’ ছবির ‘দিলবারো’ গানটিও।রণবীর বা আলিয়া,মেহেন্দিতে কেমন সেজেছিলেন সেটা জানা যায়নি। তবে বাকিরা কেমন সাজল সেই ঝলক কিন্তু প্রকাশ্যে। ভায়ের প্রাক বিয়ের অনুষ্ঠানে হলুদ সালোয়ার-কামিজে ঝলমলে করিশ্মা, করিনা সেজেছেন সাদা রঙে।আপাততঃ সবার নজর আটকে এই মেগা বিয়ে দিকে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।