বিভিন্ন দাবীতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে দাবীপত্র দেওয়া হলো কুমারগ্রামের বিডিও কে। শুক্রবার সংগঠনের সদস্যরা মিছিল করে বিডিও অফিসে যান ও তাদের দাবীপত্র বিডিও কে প্রদান করেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর কুমারগ্রাম ব্লক সভাপতি মৃদুল সাহা জানান তাদের দাবীগুলির মধ্যে অন্যতম হলো দুই হাজার ষোলো সালের প্রতিবন্ধী আইন কার্যকর করা, প্রত্যেক প্রতিবন্ধীকে মাসিক তিনহাজার টাকা করে ভাতা প্রদান, উৎসবের প্রাক্কালে স্পেশাল জি আর প্রদান। বিডিও মিহির কর্মকার দাবীপত্র গ্রহন করে জানান দাবীগুলি বিবেচনার জন্য তিনি দাবীপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ডেপুটেশন বিডিওকে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার