প্রতিবছরের ডিসেম্বর মাসের তিন তারিখ বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস । এই দিনটিকে স্মরণে রেখে সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাগন সহ ব্লক প্রশাসনের আধিকারিকগন। বিডিও মিহির কর্মকার জানান স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় এদিন কুমারগ্রাম ব্লকের তিনশো চুয়াল্লিশ জন বিশেষভাবে সক্ষমদের হাতে তুলে দেওয়া হয়েছে ট্রাই সাইকেল, হুইল চেয়ার সহ শ্রবন সহায়ক যন্ত্র। ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
World Disability Day: কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper