হাওড়া নাজিরগঞ্জ থানা র অন্তর্গত চুনাভাটি এলাকায় দীর্ঘদিন ধরে গাড়ি থেকে যাবতীয় জিনিস চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল ,কিন্তু গাড়ি মালিকরা কিছু বুঝে উঠতে পারছিলেন না। কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে পুলিশ প্রশাসনকে বারবার জানানোহলেও কোনরকম লাভ হয়নি, সোমবার সকাল বেলা গাড়ি থেকে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তার সঙ্গে থাকা আরও তিনজন চোর তাদের দেখতে পেয়ে পালিয়ে যায় ।ধরে ফেলা এক চোরকে মোটা দড়ি দিয়ে পাশে একটি গাছে বেঁধে শুরু হয় গণধোলাই। এই ঘটনাজানতে পেয়ে এলাকার বহু সংখ্যা মানুষ ভিড় করেন। স্থানীয় গাড়ি চালকরা জানিয়েছেন যাবতীয় জিনিস চুরি হয়ে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে ,কিন্তু কাউকে তারা ধরতে পারেননি, আজ সকালে চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে খোবে ফেটে পড়েন স্থানীয়রা ঘটনার খবর দেয়া হয় হাওড়া সিটি পুলিশের নাজিরগঞ্জ থানার আধিকারিকদের। ঘটনাস্থলে নাজিরগঞ্জ থানার পুলিশ যুবক চোর টি কে মারধরের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যাওয়া হয়।
চুরি করা অপরাধে গাছে বেঁধে গণধোলায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper