হাওড়ার আচার্য জগদীশ চন্দ্র বোস, বি গার্ডেন থানা এলাকার অন্তর্গত বাঁকসাড়া এলাকাতে বাগেরবেড় অঞ্চলে জলাশয় থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুই থেকে তিনদিনের ওই সদ্যজাত শিশুর মৃতদেহ ওই এলাকার একটি জলাশয়ে ভেসে উঠতে দেখা গেলে স্থানীয় বাসিন্দারা নিকটবর্তীআচার্য জগদীশ চন্দ্র বোস, বি গার্ডেন থানাতে খবর দেয়। পুলিশ এসে ওই সদ্যজাত শিশুর মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় এলাকাতে বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা প্রদীপ পাল জানান তার জন্ম থেকে কখনও এখানে এই ধরণের ঘটনা ঘটে নি। তিঁনি অনুমান পূর্বক জানান গতকাল রাত্রে অথবা মঙ্গলবার ভোরে এই সদ্যজাত শিশুকে জলে ফেলে দিয়ে গেছে। মঙ্গলবার দিন বেলা বারোটার পরে দেহটি ভেসে ওঠে। তিঁনিই জানান এলাকাতে আগে ১৪-১৫ জন পরিবার থাকলেও এখন তার সংখ্যা কয়েক হাজারের বেশি। তাই তাঁরা খোঁজ নিচ্ছেন কার বাড়িতে সদ্যজাত শিশু জন্ম নিয়েছিল। তিঁনিই আরও জানান শিশুটি ছেলে ছিল ও তার নাড়িও কাটা হয় নি। তিঁনি এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি জানান।যদিও এলাকার বাসিন্দারা এহেন ঘটনাতে রীতিমতো অবাক হয়ে গেছেন। সদ্যজাত শিশু সন্তানকে এভাবে নৃশংসভাবে পরিত্যাগ করে তাঁকে জলে ফেলে দিয়ে হত্যা করল সেই ঘটনায় ধিক্কার জানিয়ে অবিলম্বে পুলিশ এই কাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করে কঠোর শাস্তি দিক এটাই চাইছেন তাঁরা।
হাওড়ার বাঁকসাড়ায় জলাশয় থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper