শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

দুস্থদের কম্বল ও বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার প্রদান পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, রায়গঞ্জ

Raiganj: দুস্থদের কম্বল ও বিশেষভাবে সক্ষমদের হুইলচেয়ার প্রদান পুলিশের raiganj-police-provided-blankets-to-the-needy-and-wheelchairs-to-the-specially-abled-west-bengal-india-howrah-ei-yugনাগরিক পরিষেবার অঙ্গ হিসাবে রায়গঞ্জ জেলা পুলিশের কালিয়াগঞ্জ থানার উদ্যোগে রবিবার থানা প্রাঙ্গনে একশ পঞ্চাশ জন দুস্থদের কম্বল এবং কয়েকজন বিশেষভাবে সক্ষমকে প্রদান করা হলো হুইলচেয়ার। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ সুপার মহম্মদ সোনা আখতার ও বিশিষ্টজনেরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।