নতুন বছরের শুরুতেই বিপাকে ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত রশ্মিকা মান্দানা । বলিউডে পা দিতে না দিতেই দক্ষিণী ছবির সমালোচনা করায় এই বিতর্কের জন্ম হয়েছে। যার ফলে ‘অকৃতজ্ঞ’ তকমা পেলেন ‘পুষ্পা’র শ্রীভল্লি। রশ্মিকা সাম্প্রতিক সময়ে কয়েকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন । ‘কান্তারা’ দেখেননি- এমন কথা বলে ট্রোলড হয়েছিলেন তিনি। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির ‘সিনিয়র’ অভিনেতা অভিনেত্রীদের সম্মান না করার অভিযোগও উঠেছিল নায়িকার বিরুদ্ধে। এবার তো দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পোড়ানোর অভিযোগ উঠেছে রশ্মিকার নামে।এক সাক্ষাৎকারে রশ্মিকা দক্ষিণী ছবির গানের সঙ্গে বলিউডের গানের তুলনা টানেন। ‘পুষ্পা-দ্য রাইজ’ নায়িকার দাবি রোম্যান্সে এগিয়ে বলিউড। রোম্যান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে। কারণ দক্ষিণের গান মানেই নাকি আইটেম সং। সেখানে শুধুই ‘মশলাদার চটক’, রোম্যান্সের ছিটেফোঁটা নেই! ব্যাস, রশ্মিকার এই মতামতেই চটেছে দক্ষিণী ছবির ভক্তরা। টুইটারে তো রীতিমতো তুলোধুনো করা হচ্ছে রশ্মিকাকে।
একজন লিখেছেন- এ কারণেই কন্নড়রা দুচোখে সহ্য করতে পারে না এই মেয়েটাকে। কথা বলবার আগে দুবার ভাবেও না কী বলছে। নির্বোধ কোথাকার। অপর একজন লিখেছেন- খুবই লজ্জাজনক। কোনো ইন্ডাস্ট্রিকে এভাবে ছোট করা উচিত নয়।দিনভর নায়িকার এই মন্তব্য ঘিরে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া I তবে নিজের সপক্ষে অভিনেত্রী কোনো কথা এখনো করেন নি তাতেই আরো চোটেছেন দক্ষিণের সিনেমা প্রেমিরা I এবার এই বিতর্ক কোনদিকে গড়ায় সেদিকেই সবার নজর থাকবে I নায়িকার হাতে এখন একাধিক ছবির প্রজেক্ট রয়েছে I কিন্তু এরমধ্যে বলিউডের গুনগান করতে গিয়ে বিপাকে নায়িকা I
Tags Rashmika Mandanna
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper