পারিবারিক অশান্তির (Jalpaiguri) জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার ধুপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতে এলাকায়। (Jalpaiguri) সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার হয় স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ। খুনের পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করে বলে জানা যায়। মৃত স্ত্রীর নাম ফোনিবালা রায়(৫০)। সকাল থেকেই ঝগড়া বিবাদের মধ্যে এই কাণ্ড ঘটায় স্বামী। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ধুপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আজ সকালেও ঝগড়া হয়। ঝগড়া অন্তিম পর্যায়ে পৌঁছে যায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। টলতে টলতে ধান ক্ষেতে পরেই মৃত্যু হয় ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Jalpaiguri: পারিবারিক অশান্তির জেরে স্ত্রী কে খুন স্বামীর
রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper