আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের (Elephants) রাধানগর গ্রামের এক কৃষকের আমন ধান নষ্ট করলো বুনো হাতির দল। জানা গেছে মঙ্গলবার রাতে বারবিশা বিটের জঙ্গল থেকে পাঁচটি বুনু হাতি বেরিয়ে আসে রবং ঐ কৃষকের আমন ধানের ক্ষেতে হানা দেয়। পাঁচটি হাতির হানায় নষ্ট হয়ে যায় আমন ধানের ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষক জানান এখন ধানের শীষ বের হতে শুরু করেছে। এই সময় ধান নষ্ট হলে আর কিছু করার উপায় নেই। অনেক কষ্টে তিনি এই আমন ধানের চাষ করেছিলেন, হাতির হানায় তা নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকের।তিনি ও আশপাশের অন্যান্য কৃষকরা জানান বন দপ্তরের আরও বেশী করে টহলদারির প্রয়োজন। বন দপ্তরের কর্মী কম থাকায় প্রয়োজন মাফিক টহলদারি করা সম্ভব হয়না বলে জানা গেছে। বন দপ্তরের ভল্কা রেঞ্জের রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান ক্ষতিগ্রস্ত কৃষক নিয়ম অনুসারে ক্ষতিপূরনের আবেদন জানালে ক্ষতি পূরন প্রদানের ব্যবস্থা গ্রহন করা হবে।
Elephants: হাতির হানায় নষ্ট জমির ফসল, মাথায় হাত কৃষকের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper