গতকাল রাত্রে বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে বালিতে এসে শুভেন্দু সহ বিজেপি, কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি বলেন দলের নির্দেশ মানুষের পাশে থাকতে। টাই তিনি শান্ত আছেন। একবার যদি দল নির্দেশ দেয় তাহলে যিনি বলেছেন ‘ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল’ তাঁর ঘটি বাটি গুঁড়িয়ে অন্যত্র পাঠিয়ে দিতাম। তিনি পাশাপাশি রাজ্যে তান্ডব চালানোর জন্য বিজেপি, কংগ্রেস ও সিপিএমকেও হুমকি দেন মঞ্চ থেকে। তিনি আরও বলেন এবারের দুর্গাপুজো শুধু ঐতিহ্যের নয় ইউনেস্কর থেকে পাওয়া সন্মান নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সদস্যরা ফের রাজ্যে আসবেন। তাঁরা কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ দর্শন করবেন যার মধ্যে তাঁর পাড়ার পুজো ভবানীপুরের পুজো অন্যতম। তিনি দাবি করেন এটা মুখ্যমন্ত্রী সুপারিশ করেন নি। রাষ্ট্রপুঞ্জ থেকে তাঁরা নিজেরাই তালিকা তৈরী করেছেন। যদিও এই ধরণের হুমকিতে দুর্গাপুজোর আগে রাজ্য রাজনীতি ফের উত্তপ্ত হতে চলেছে বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।
মদন মিত্রের বক্তব্যকে মাতালের প্রলাপ বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি বলেন উনি একজন মাতাল। রাতে নেশার ঘোরে কি বলেন উনিও জানে না। কখনো মুখ্যমন্ত্রীকে মা কখনো দানব বলে সম্বোধন করেন। তিনি বলেন এই মদন মিত্র অর্জুন সিংকে ভাটপাড়াতে গুটিয়ে দেওয়ার কথা বলে ওনার ছেলে পবন সিংয়ের বিরুদ্ধে হেরেছিলেন। তারপরে আবার অর্জুন সিং তৃণমূলে ফিরে গেলে তাঁকে মালা পড়াতে গেছিলেন। উনি এখন একজন হতাশাগ্রস্থ তৃণমূল নেতা যার কথার কোনো মূল্য নেই বলে দাবি করেন উমেশ।
Madan Mitra: দল বললে ঘটি বাটি গুড়িয়ে অন্যত্র পাঠিয়ে দেবো, শুভেন্দুর নাম না করে মদনের হুঙ্কার
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper