Breaking News

TMC SHIBPUR: তৃণমূলের যুব যোদ্ধাদের মধ্যরাত্রে মানবতার এক অভিনব উদ্যোগ

রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া

TMC SHIBPUR: তৃণমূলের যুব যোদ্ধাদের মধ্যরাত্রে মানবতার এক অভিনব উদ্যোগশিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নানান ওয়ার্ডের দুয়ারে ঘুরে ঘুরে শারদীয়া উৎসব উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ভালোবাসায় বিধায়ক মনোজওয়ারের নির্দেশে নিঃশব্দে মধ্যরাত্রে সমাজে পিছিয়ে পরা মানুষদের পৌঁছে দিচ্ছেন শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের একদল যুব যোদ্ধা সুপ্রভাত মশাটের নেতৃত্বে। সুপ্রভাত মশাটের বক্তব্যে পরিস্ফুটো হয়ে গেল তাদের প্রধান উদ্দেশ্যের কথা নিঃশব্দে মানুষের জন্য কাজ করে যাওয়া ও ২০২৪ এ মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করাই তাদের মূল লক্ষ্য আর শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাদের ভালোবাসার মানুষ মনোজ তিওয়ারির হাত শক্ত করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।