শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হবে ৩০ ডিসেম্বর

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হবে ৩০ ডিসেম্বর  আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিশ্ব ডুয়ার্স উৎসবের (Alipurduar) কাজ সহ মাঠ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার সহ উৎসব কমিটির নেতৃত্বরা এমনটাই জানা গেছে শনিবার বিকেল পাঁচটা নাগাদ। ‌ আগামী ৩০ শে ডিসেম্বর থেকে শুরু হবে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিশ্ব ডুয়ার্স উৎসব।‌ ডুয়ার্স আমাদের গর্ব ডুয়ার্স আমাদের অহংকার এই বাণীকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আলিপুরদুয়ারের শুরু হয়েছিল বিশ্ব ডুয়ার্স উৎসব। ‌ এদিন এলাকা পরিদর্শন করে পুলিশ সুপার জানিয়েছেন মেলার কোন প্রান্তে কি পরিস্থিতি থাকবে কোথায় বেশি ভিড় হবে কোথায় কত পুলিশ প্রয়োজন সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে আজ। উৎসব কমিটির কর্মকর্তা সৌরভ চক্রবর্তী জানিয়েছেন দুই হাজার পুলিশ কর্মী থাকবে উৎসব প্রাঙ্গণে। ‌ কড়া নজরদারির মধ্য দিয়ে ডুয়ার্স উৎসব চলবে প্যারেড গ্রাউন্ড মাঠে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।