কলকাতার সল্টলেক এর করুনাময়ী এলাকায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে শান্তিপূর্ণ অনশন আন্দোলনে বসেছিলেন দুহাজার চৌদ্দ সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাদের দাবী দ্রুত প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা। আন্দোলন এর চতুর্থ দিন বৃহস্পতিবার মাঝরাতে রাজ্যের পুলিশ আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালিয়ে আন্দোকারীদের তুলে দেয় এই অভিযোগের প্রতিবাদে কুমারগ্রাম বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকরা ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল করে কামাখ্যাগুড়িতে। মিছিল শেষে কামাখ্যাগুড়ি চৌপথিতে রাজ্য সড়কে তারা বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও, বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া, জেলা সম্পাদক সুনীল মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।
Alipurduar: দুহাজার চৌদ্দ সালে টেট উত্তীর্ণদের চাকুরির দাবীতে শান্তিপূর্ণ অনশন আন্দোলনে পুলিশের নৃশংস হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভ মিছিল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার