সতেরো দফা দাবিতে আলিপুরদুয়ার জংশন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কে ডেপুটেশন দিল আলিপুরদুয়ার জেলা সিপি আই এম। ডেপুটেশন দেবার আগে আলিপুরদুয়ার জেলা সদর এরিয়া কমিটির কার্যালয়ে সি পি আই এম দলের কর্মী সমর্থকরা জমায়েত হন। সেখান থেকে মিছিল করে তারা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর দপ্তরের সামনে যান এবং বিক্ষোভ অবস্থান করেন। বিক্ষোভ অবস্থান শেষে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। সি পি আই এম এর আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস জানান রেল মন্ত্রক আলিপুরদুয়ার জংশন বিভাগকে সংকুচিত করার যে অপপ্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। তাদের দাবীগুলির অন্যতম হলো আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বিভাগকে সংকুচিত করা চলবেনা, রেলের সমস্ত শুন্য পদে লোক নিয়োগ করতে হবে, আলিপুরদুয়ার জংশনে রেল দপ্তরের মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে, আলিপুরদুয়ার জংশনে রেল কোচ ফ্যাক্টরি নির্মান করতে হবে, রেলের অব্যবহৃত জমি বেসরকারি হাতে দেওয়া চলবেনা। ডি আর এম দিলীপ কুমার সিং ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar CPIM: সতেরো দফা দাবিতে আলিপুরদুয়ার জংশন ডি আর এম কে ডেপুটেশন জেলা সিপিআইএম এর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার