শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Rifle shooting Alipurduar: জাতীয় স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় যোগ দিতে গাজিয়াবাদ যাচ্ছেন প্রত্যন্ত এলাকার রাকেশ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার দুই (Rifle shooting) নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের যুবক রাকেশ শীল শর্মা জাতীয় স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় যোগ দিতে রওয়ানা হতে প্রস্তুতি নিচ্ছেন। (Rifle shooting) উল্লেখ্য মে মাসের বারো থেকে চৌদ্দ তারিখ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে জাতীয় স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতা। (Rifle shooting) তবে রাকেশের এই সাফল্যের পথ মসৃন নয়। কারণ আর্থিক অনটন।Rifle shooting Alipurduar: জাতীয় স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় যোগ দিতে গাজিয়াবাদ যাচ্ছেন প্রত্যন্ত এলাকার রাকেশ

বাবা ক্ষুদ্র কৃষক মা গৃহবধু। রাকেশ জানান কৃষির যা আয় টাটা বাবার পক্ষে সম্ভব নয় তার খেলাধুলার জন্য খরচ যোগানো। এর আগে রাকেশ দুবাইতে আন্তর্জাতিক স্তরের কিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করে দেশের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও থাইল্যান্ড, মহারাষ্ট্র সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় কখনো রৌপ্য আবার কখনো ব্রোঞ্জ পদক জয় করেন। নিতান্ত সাধারন পরিবারের যুবকশুধুমাত্র অধ্যবসায় আর অনুশীলনের জোরে প্রত্যন্ত গ্রাম থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন। রাকেশ এর আক্ষেপ রাজ্য বা কেন্দ্রীয় সরকার এর তরফ থেকে কোনো সহযোগিতা তিনি পাচ্ছেননা। দেশ বা বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য তাকে বিভিন্ন ব্যক্তি আর্থিক সহায়তা প্রদান করেছেন। তার স্বপ্ন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু সরকারী সহযোগিতা ছাড়া তা অসম্ভব। প্রচারের আলো তার উপর পড়েনা কারন তিনি প্রত্যন্ত গ্রামে থাকেন। তিনি আরও জানান কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার ব্লক প্রশাসনের পক্ষ থেকে এর আগেও আর্থিক সহায়তা প্রদান করেছেন এবারেও গাজিয়াবাদ যাবার জন্য তিনি সহায়তা প্রদান করেছেন। বিডিও মিহির কর্মকার কে এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন রাকেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।