ডুয়ার্স তথা আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রত্যন্ত এলাকা হাতিপোতা ও জয়ন্তী চা বাগান থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুটি বাস পরিষেবার শুভ সূচনা হলো সোমবার।(Alipurduar) বাস পরিষেবা দূটির শুভ সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
তিনি জানান একটি বাস হাতিপোতা, জয়ন্তী চা বাগান থেকে শামুকতলা, আলিপুরদুয়ার হয়ে কোচবিহার পর্যন্ত এবং আরেকটি বাস হাতিপোতা জয়ন্তী চা বাগান থেকে আলিপুরদুয়ার, হাসিমারা মালবাজার হয়ে শিলিগুড়ি পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে। তিনি আরও জানান। মঙ্গলবার থেমে দুটি রুটে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে বাস দুটি। এই বাস পরিষেবা এলাকার উন্নয়নে সহায়ক হবে। এই প্রত্যন্ত এলাকার জনসাধারনের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে এদিন এই বাস পরিষেবার শুভ সূচনা হলো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এই উদ্যোগে খুশী এলাকাবাসী। বাস পরিষেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার , উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, ডি পি এস সি চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।