সরকারি জমিতে (Alipurduar) গড়ে উঠছে দোকান ঘর। তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে চেপানীতে। সরকারি জমির উপর দোকান ঘর তৈরি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে ।ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। দোকান ঘরের কাজ বন্ধ রাখার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের চেপানী ইঞ্জিনিয়ারিং কলেজের এক নম্বর গেটের সামনেই নিকাশি নালার উপর পাকা পোক্ত ভাবে তৈরি করা হচ্ছে দোকান ঘর। দোকান ঘর তৈরি নিয়ে প্রশাসনিক মহলে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের বুথ সভাপতি সুজন দে এবং বিরাজ দে জানিয়েছেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তাকে প্রাধান্য দিতেই তারা সরকারি জমি দখল মুক্ত করার জন্য প্রশাসনিক মহলে বিষয়টি জানিয়েছেন। প্রশাসনিক মহল থেকে ঘর ভাঙ্গার কথা বলা হলেও দোকানের মালিক দীপক প্রসাদ ঘর ভাঙছেন না ।তাই তারা আন্দোলনের হুমকি দিলেন। অন্যদিকে দোকানের মালিক দীপক প্রসাদ জানিয়েছেন পরিবারের সদস্যদের মুখে অন্ন জোগাতেই তিনি সরকারি জায়গায় দোকান ঘর তৈরি করছেন। গত দুমাস আগে থেকে কাজ শুরু হয়েছে কিন্তু তখন কোন বাঁধা আসেনি। এলাকার নেতার চাহিদা পূরণ করতে পারেননি তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে কোন নেতা তার কাছে চাহিদা পূরণ করার কথা বলেছেন তা তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেননি। দীপক প্রসাদ নিজেকে তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করছেন। অন্যদিকে অভিযোগ কারীরা তৃণমূলের নেতৃত্ব। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ফলে দোকান তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। যদিও আলিপুরদুয়ার দুই ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি পরিতোষ বর্মন জানিয়েছেন বিষয়টি তার জানা নেই ।তিনি খোঁজ নিয়ে দেখবেন তবে সরকারি জমির উপর ঘর তৈরি করা হলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। কোন অবৈধ কাজ তৃণমূল নেতৃত্ব মেনে নেবে না। তবে ভূমি সংস্কার দপ্তর কিংবা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Alipurduar: সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper