কয়েকমাস ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের সমস্ত নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ। সরকারি নির্দেশে বর্ষার শুরুতে নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ফের শুরু হয় নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ। প্রতি বছর এই নিয়মে চলে ডুয়ার্সের নদীগুলি থেকে বালি পাথর উত্তোলন। এই কাজে সমগ্র ডুয়ার্সে কয়েক লক্ষ শ্রমিক কাজ করেন ও তাদের পরিবারের ভরনপোষণ করেন। এ বছর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ শুরু হবার কথা থাকলেও তা কার্যকর হয়নি। ফলে বিপাকে পড়েছেন বহু শ্রমিক। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শীলতোর্সা ও কালজানি নদী থেকেও বালি পাথর উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। দ্রুত এই কাজ চালু করার দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন নদী থেকে বালি পাথর উত্তোলন কারী শ্রমিকরা। তারা জানান প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ শুরু হয় কিন্তু এবছর সেই কাজ আজ পর্যন্ত শুরু না হওয়ায় তারা সমস্যায় পড়েছেন। কারন এখানে বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না থাকায় তারা অন্য কোনো কাজ করতে পারছেননা। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ আছে একশ দিনের কাজ। তাদের দাবী দ্রুত নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ চালুর ব্যবস্থা করুক প্রশাসন। শ্রমিকদের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, আলিপুরদুয়ার এর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্ত্তী, আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিডিও এবং ব্লক ভুমি সংস্কার আধিকারি। তারা বিক্ষোভকারীদের সাথে আলচনা করে জানান দাবীগুলি বিবেচনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: নদী থেকে বালি পাথর উত্তোলনের কাজ চালুর দাবীতে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper