শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

CITU Alipurduar: আলিপুরদুয়ারে উদ্বোধন হল সিটু অনুমোদিত সারা ভারত নির্মান কর্মী ফেডারেশনের জেলা দপ্তর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

CITU Alipurduar: আলিপুরদুয়ারে উদ্বোধন হল সিটু অনুমোদিত সারা ভারত নির্মান কর্মী ফেডারেশনের জেলা দপ্তরপয়লা মে বিশ্ব শ্রমিক দিবস (Alipurduar) উপলক্ষ্যে সিটু অনুমোদিত সারা ভারত নির্মান কর্মী ফেডারেশনের আলিপুরদুয়ার জেলা দপ্তর উদ্বোধন হল। দপ্তরের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য নেতা কৌস্তুভ চ্যাটার্জি। সংগঠনের জেলা সম্পাদক সুনীল পাল জানান আলিপুরদুয়ার জংশন এলাকার বাদলনগরে বিশ্ব শ্রমিক দিবসের দিন জেলা কার্যালয়ের উদ্বোধন হয়। প্রধান বক্তা ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কৌস্তুভ চ্যাটার্জি, সি পি আই এম এর আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস সহ অন্যান্য নেতৃত্ব। কৌস্তুভ চ্যাটার্জি তার বক্তব্যে এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সমালোচনায় মুখর হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।