প্রয়াত স্বাধীনতা সংগ্রামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূণ্য লগ্নে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি চৌপথিতে দেবেন্দ্রনাথ দাস (রাভা)’র পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক ও বঙ্গরত্ন পরিমল দে। উল্লেখ্য ভারতের স্বাধীনতা সংগ্রামে আলিপুরদুয়ার জেলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে দেবেন্দ্রনাথ দাস (রাভা) ছিলেন অগ্রনী। তিনি কুমারগ্রাম থানা দখল, এলাকায় তারকাটা আন্দোলনে নেতৃত্ব দেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এলাকার শিক্ষা বিস্তারে তার অবদান অবিস্মরণীয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানাচ্ছিলেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর মূর্তি স্থাপন করার। অবশেষে এলাকাবাসীর দাবি পূরণে গঠিত হয় স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দাস (রাভা) স্মৃতি রক্ষা কমিটি। এই কমিটির উদ্যোগে স্থাপিত হয় স্বাধীনতা সংগ্রামীর পূর্ণাবয়ব মুর্তি। উদ্যোক্তাদের পক্ষে সুশীল রাভা জানান স্বাধীনতা সংগ্রামীর প্রয়ানের ঊনচল্লিশ বছর পর এলাকাবাসীর দাবি পূরণ হলো। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ এলাকার বিশিষ্টজনেরা।
Alipurduar: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দাস (রাভা) ‘র পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper