জলদাপাড়া জাতীয় উদ্যান (Bison) থেকে একটি বাইসন বেরিয়ে লোকালয়ে দাপিয়ে বেড়ালো বুধবার সকাল থেকেই । আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে বাইসনটি ঘুরে বেড়ায় আর এর ফলেই একদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় অন্যদিকে উৎসুক জনতা ভিড় করে বাইসন দেখার জন্য। বাইসন বের হয়েছে খবর পাওয়ার পরেই জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে গাড়িতে করে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । এদিন বাইসনকে দেখার জন্য জনতার ভিড় উপচে পড়েছে।
Bison: জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বাইসন বেরিয়ে লোকালয়ে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার