১৩ তারিখে বিজেপির নবান্ন অভিযানে যেসব বিজেপি কর্মীরা পুলিশের হাতে অ্যারেস্ট পেয়েছিলেন তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানাতে বিক্ষোভ অবস্থান করেছিলেন বিজেপি কর্মীরা। ঠিক তেমনি গতকাল দুপুর একটার সময় ডোমজুড় থানা তে অবস্থান বিক্ষোভ করেন হাওড়া জেলার যুব মোর্চার নেতৃত্ব। শ্রী ইন্দ্রাশীষ দত্তের নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা পরবর্তীকালে দীর্ঘক্ষন অবরোধ কর্মসূচি চলার পর ডোমজুড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা আরো বলেন যদি আটক বিজেপি কর্মীরা সুবিচার এবং ন্যায় বিচার না পায় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানালেন যুব মোর্চার অন্যতম নেতা ইন্দ্রাশীষ দত্ত ।
BJYM Howrah: বিজেপি যুব মোর্চার ডোমজুড় থানা বিক্ষোভ কর্মসূচি
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper