পঞ্চায়েত (CoochBehar) নির্বাচন ঘোষণা হওয়ার চারদিন পর প্রার্থী তালিকা ঘোষণা করলো কোচবিহার জেলা তৃণমূল । (CoochBehar) দেখা গেল প্রার্থী তালিকায় বড় চমক। মঙ্গলবার তৃণমূল জেলা কার্যালয়ে বন্ধ ঘরে দীর্ঘক্ষণ বৈঠকের পর জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন।
তালিকায় দেখা গিয়েছে জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে একটি বাদে ৩৩ টি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ঘোষিত 33 টি আসনের মধ্যে দেখা গেল অধিকাংশ নতুন মুখ। পুরোনোদের মধ্যে বাদ গিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহকারি সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ প্রমুখ।তালিকায় পুরোনোদের অনেকেই সুযোগ না পাওয়ায় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপা চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। সভাধিপতি উমাকান্ত বর্মনের সুযোগ না পাওয়া নিয়ে অবশ্য জেলা সভাপতি জানান, উমাকান্তবাবু নিজেই এবার দাঁড়াতে চাইছিলেন না। বাকিদের প্রসঙ্গে জেলা সভাপতি দাবি করেন রাজ্য নেতৃত্বে যেটা ভালো বুঝেছেন সেভাবেই প্রার্থী তালিকা ঠিক করেছে।তবে সভাধিপতি উমাকান্ত বর্মন ও সহকারী সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার কোন মন্তব্য পাওয়া যায়নি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper