Breaking News

অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের coochbehar-police-campaign-against-illegal-cannabis-cultivation-west-bengal-india-howrah-ei-yugঅবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোচবিহার কোতোয়ালি থানা ও দিনহাটা থানার যৌথ অভিযানে রবিবার ধ্বংস করা হলো প্রচুর গাঁজা গাছ। জানা গেছে দিনহাটা থানার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের ফুলেশ্বরী এলাকায় এবং গোসানীমারি এলাকায় কয়েক বিঘা জমিতে অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। পুলিশ জানিয়েছে ড্রাগ মুক্ত কোচবিহার গঠনের লক্ষ্যে এধরণের অভিযান জারী থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।