Breaking News

Darshana Jardosh: আদিবাসী তথা মহিলাদের সন্মান দেওয়া উচিৎ ,অখিল গিরির নাম না করে নিন্দায় সরব হলেন রেলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদৌস

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Darshana Jardosh: আদিবাসী তথা মহিলাদের সন্মান দেওয়া উচিৎ , অখিল গিরির নাম না করে নিন্দায় সরব হলেন রেলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দর্শনা জারদৌসমহিলাদের সন্মান দেওয়া উচিৎ। বিশেষ করে আদিবাসী সমাজের মহিলাদের প্রতি সন্মান রাখা উচিৎ। এভাবেই রাজ্য সরকারের মৎস মন্ত্রী অখিল গিরির শুক্রবারের কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদৌস ।তিনি দাবি করেন প্রধানমন্ত্রী মহিলা বিকাশের উপরে বিশেষ জোর দিয়েছেন। মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সভাতে এতজন মহিলা সদস্যের টিম তাঁর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে বলেই তিনজন দাবি করেন।শনিবার বিকালে তিনি হাওড়া স্টেশনের উন্নতিকল্পে যে পরিকল্পনা নিয়েছে রেল দফতর আজকে সেই পরিকল্পনার অঙ্গ হিসাবেই তিনি স্টেশন পরিদর্শন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।