সূর্যসেন কলোনির(Dhupguri) বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ। (Dhupguri) মূলত গহনার কারণেই প্রতিবেশী যুবকদের হাতে খুন হতে হয়েছে সূর্যসেন কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী পুষ্পা গাইন কে।(Dhupguri) পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুস্পা দেবী প্রতিবেশী আচার্য বাড়িতে বেড়াতে গেলে সেই বাড়ির দুই ছেলে ভোলা আচার্য ওরফে বাসুদেব ও নাকু আচার্য ওরফে বাচচু দুই ভাই মিলে প্রতিবেশী পুষ্পা গাইন কে তাদের বাড়িতে আটকে রাখে।
পরবর্তীতে বাচ্চু এবং বাসুদেব দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে তাদের শোবার ঘরে খুন করে। গতকাল সন্ধ্যায় ধুপগুড়ি বাজারে একটি সোনার দোকানে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী পুষ্পা গাইনের গহনা বিক্রি করে দেয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, পরবর্তীতে পুষ্পাদেবীর মৃতদেহটি বস্তায় ভরে শোবার ঘরে রেখে দেয়। শনিবার সূর্য ওঠার আগেই বস্তাবন্দী মৃতদেহ নিয়ে দুই ভাই বৃদ্ধার বাড়ির সামনে ফেলে রাখে। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত দুই ভাই সহ রিসিভার দুজনকে গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল বলেন, ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এবং ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর পেছনের সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, ধুপগুড়ি শহরের পাঁচ নম্বর ওয়ার্ড শনিবার সকালে নিজের বাড়ির সামনে থেকেই বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার হয় বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী পুষ্পা গাইনের। পরবর্তীতে পুষ্পা দেবীর মেয়ে গুলি গাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গআ র নেতৃত্বে মৃতদেহ উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper