মানুষের কাছে “দিদির সুরক্ষা কবচ” প্রকল্প পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়ায় শুরু হয়েছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। মধ্য হাওড়া, ডোমজুড়ের পর শুক্রবার সকালে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। দুপুরে দক্ষিণ হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়িকা নন্দিতা চৌধুরীর উদ্যোগেও একই কর্মসূচি পালিত হয়। এদিনই বালি বিধানসভাতেও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা ( জয় জোহার ও তপশিলি বন্ধু ), যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, শিক্ষাশ্রী,ঐক্যশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলার আবাস যোজনা, নিজ গৃহ নিজ ভূমি প্রমুখ প্রকল্প এই “দিদির সুরক্ষা কবচে” স্থান পেয়েছে। দিদির স্বপ্নের বাংলা গড়তে দিদির বার্তাবাহক হিসেবেই দলের নির্দেশে এই কর্মসূচি নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিধায়ক। বালির বিধায়ক রানা চ্যাটার্জি বললেন দিদির দু ত হিসেবে তিনি নিজে কুরআনের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা এবং কর্মীদের নিয়ে তিনি বালি অঞ্চলের বাড়িতে বাড়িতে দিদির রক্ষা কবজের সুফল নিয়ে মানুষদের বোঝাতে প্রত্যেক বাড়িতে যাবেন। এলাকাভিত্তিক ভাবে একদিন করে তিনি রাত্রি যাপন করবেন এলাকায় এবং সেই দিন মানুষের সাথে সান্ধ্যকালীন বৈঠকের ব্যবস্থা করবেন মানুষের অভাব অভিযোগ শুনবেন। এবং ভিডিও ক্যামেরা এবং লিখিত অভিযোগ নথিভুক্ত করবেন। তারপর এই বিষয়গুলি সব পৌঁছে দেবেন যথাযথ স্থানে বলে জানালেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জী মহাশয় ।
Didir Suraksha Kawach Howrah: “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া