ছট পুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার বি গার্ডেন থানা অন্তর্গত বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ফলে দ্রুত আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কমপেক্ষ আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। সূত্রে মারফত জানা গেছে খাবার দোকান মোবাইলের দোকান পাশাপাশি আরো বেশ কয়েকটি দোকান আগুন লাগে। সকাল বেলা মানুষ যখন রাস্তা বের হয় তারা বিশাল ধোঁয়া দেখতে পারেন খবর দেয়া হয় দমকলকে ও বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে দমকলের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন দেখে চেচামেচি চিৎকার শুরু হয় এলাকায়। আগুন নেভানোর জন্য আশেপাশে বাড়ি থেকে বালটি করে জল নিয়ে এসে নেওয়ার চেষ্টা চালালো পরে দমকলকে খবর দেয়া হয়। এই ঘটনায় কোনরকম হতা হতে খবর না থাকলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল সামাল দিতে বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকরা মোতাইন থাকেন। দমকল সূত্রে জানা গেছে? আগুন লাগার কারণ এখনো অস্পষ্ট না থাকলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে ফলে আগুন লেগেছে যদিও তদন্ত করার পরেই দেখা যাবে দমকলের আধিকারিক জানিয়েছেন প্রায় আটটি দোকান পুড়ে গেছে তার মধ্যে খাবার দোকান রিচার্জ দোকান ও পাশে কিছু প্লাস্টিক ডামপ করা ছিল।
Howrah: শালিমার ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোররাতে আগুনে পুড়ে ছাই আটটি দোকান
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper