আলিপুরদুয়ার (Elephant) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বশালবাড়ী এলাকার সংকোশ নদী থেকে শুক্রবার উদ্ধার হলো একটি হাতির কাটা মুন্ড। (Elephant) ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে এদিন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের দুই পড়ুয়া নদীর জলে হাতির কাটা মাথা দেখে চীৎকার করতে শুরু করলে আশপাশের বাসিন্দারা সেখানে জড়ো হন। তারা খবর দেন বন দপ্তরের ভল্কা রেঞ্জে।
সেখান থেকে বন কর্মীরা নদীতীরে উপস্থিত হন। আলিপুরদুয়ার থেকে আসেন বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকগন। ঘটনাস্থলে পৌঁছান বারোবিশা পুলিশ ফাঁড়ির পুলিশ। তারপর নদীতে জাল নামিয়ে উদ্ধার করা হয় হাতির কাটা মুন্ড। বন দপ্তরের আধিকারিকদের অনুমান দুষ্কৃতিরা হাতির দাতের লোভে প্রতিবেশী রাজ্য অসমের জঙ্গলে হাতিটিকে চোরাগোপ্তাভাবে শিকার করে দাত কেটে নিয়ে মুন্ডটি কেটে জলে ভাসিয়ে দিয়েছে। কাটা মুন্ডটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো, তা থেকে অনুমান করা হচ্ছে ঘটনাটি কয়েকদিন আগে দুষ্কৃতিরা ঘটিয়েছে। বন দপ্তরের আধিকারিকগন অসমের বন দপ্তরের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।