বীরভূম জেলা পুলিশের অন্তর্গত মহম্মদ বাজার থানার পুলিশের বিশেষ নাকা চেকিং এ দুটি হাতির দাঁত সহ ধরা পড়লো তিন ব্যক্তি। জানা গেছে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমানার হরিন সিংহ ও কাঠপাহাড়ী এলাকার জাতীয় সড়কে বিশেষ নাকা চেকিং চলাকালীন হাতির দাঁত সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান এই ঘটনায় আন্তঃরাজ্য চোরাকারবারি চক্র জড়িত। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নাম প্রকাশে অনিচ্ছুক। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রান আইনে মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Elephant’s tusk Birbhum: আন্তঃরাজ্য সীমানায় পুলিশের বিশেষ নাকা চেকিং এ দুটি হাতির দাত সহ গ্রেপ্তার তিনজন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper