শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

Amta: আমতার বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বন্টন করলেন বিধায়ক সুকান্ত পাল

রিপোর্ট : সন্দীপ মজুমদার, এই যুগ, হাওড়া

Amta: আমতার বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বন্টন করলেন বিধায়ক সুকান্ত পালউদয়নারায়ণপুর ও আমতায় (Amta) বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও আমতা-২ নম্বর পঞ্চায়েত সমিতির বেশিরভাগ এলাকা এখনও এক কোমর থেকে এক বুক পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। মঙ্গলবার আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল ঝিখিরা মুসলিম পাড়া ও ঝিখিরা পূর্ব পাড়ার বন্যা দুর্গত মানুষদের কাছে পৌঁছে নিজের হাতে তাঁদেরকে ত্রাণ পৌঁছে দেন। এবং তাঁরা কোনওরকম অসুবিধা বা সমস্যার মধ্যে আছেন কিনা তারও খোঁজ নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।